নকিয়ার নতুন ফোনের টিজার প্রকাশ

২৪ নভেম্বর, ২০১৯ ০০:০৪  
আসছে নকিয়ার নতুন ফোন। আগামী ৫ ডিসেম্বর উন্মোচন হবে এই ফোন। সম্প্রতি টুইটারে এই ফোনের টিজার প্রকাশ করেছে নকিয়া। খবর টেকরাডার। একটি ছোট্ট ভিডিও ক্লিপে অবশ্য কেমন হতে চলেছে ফোনটি সে সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়নি। সেখানে বামপাশে ‘কামিং সুন’ লেখা রয়েছে। আর হ্যাশট্যাক হিসেবে লেখা রয়েছে #নকিয়ামোবাইললাইভ। আমরা এর আগে গত সেপ্টেম্বরে নকিয়া ৭.২ এবং নকিয়া ৬.২ দেখেছি। আর ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৯ পিওরভিউ দেখেছি। ধাই ধারণা করা হচ্ছে নকিয়া ৮.২ অথবা পাঁচ ক্যামেরার নকিয়া ৯.১ স্মার্টফোন উন্মোচিত হতে পারে। ডিবিটেক/বিএমটি